সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা ত্রাণ বিতরণ করেছি। দুর্গত এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
আমাদের উদ্যোগের লক্ষ্য ছিল—
ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব
খাদ্য ও বিশুদ্ধ পানির ঘাটতি কমানো
অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া
এই মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আমরা নিজেদের সামাজিক দায়িত্ব পালন করতে পেরে গর্বিত।