• Call: ০১৫৭১৩১৫৯৪২
  • Email: hisabghor@gmail.com
About Us
Home About Us
Moyna Welfare Foundation

শিক্ষাই জাতীর মেরুদন্ড, যে জাতী যত শিক্ষিত সে জাতী ততই উন্নত, তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই । আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত ছেলে-মেয়েরা * চাকুরীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু চাকুরী। কোথায়? তাই অনেক ছেলে-মেয়ে বেকারত্বের যন্ত্রনায় বখাটে হয়ে রাস্তায় যত অপকর্ম করে বেরাচ্ছে। আবার কেউ কেউ বেকারত্বের অভিষাপে আত্ম হত্যা করে নিজের জীবনের ইতি টানছে। তাই এই সমস্ত বেকার পুরুষ ও মহিলাদের জন্য আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত অনেক বেকার ছেলে-মেয়েদের কর্ম সংস্থান করে দিতে সক্ষম হয়েছে। এই কারিগরি প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের বেকার যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।আমরা অভয় দিয়ে বলতে চাই আর বেকারত্ব নয়, আসুন হাতে কলমে কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের বেকার জীবনকে নিজেই সাবলম্বী করি ।
মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই নেক নিয়ত কবুল করেন। আমিন ॥

80 +

Complete Project

5 +

Running Project

3 +

Upcoming Project

40 %

Satisfied Qualification